জয়পুরহাটের পাঁচবিবিতে ভোটারদের টাকা দেয়ার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে বিএনপি’র ৫ জন নেতাকর্মীর প্রত্যেককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টার দিকে পৌরসভার থানা রোড এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে ।

আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলার থানা রোড মহল্লার মৃত তলিজার রহমানের ছেলে জহুরুল আলম তরফদার রুকু (৬০), একই উপজেলা বিএনপি’র অপর সাবেক সভাপতি ও দমদমা গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে আব্দুর রব বুলু (৬৬), বিএনপি নেতা ও পারইল গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মজিবর রহমান (৬০), রতনপুর গ্রামের মৃত পান বক্স মন্ডলের ছেলে আবুল কাশেম মন্ডল (৫৮) এবং দমদমা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান (৫২)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, বিএনপি’র নেতাকর্মীরা ভোটারদের টাকা বিতরণ করছেন- এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ পাঁচবিবি পৌরসভার থানা রোড মহল্লার বিএনপি নেতা জহুরুল আলম তরফদার রুকু’র বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নগদ ১৬ হাজার টাকাসহ বিএনপি’র ৫ জন নেতাকর্মীকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার আলম এ রায় দেন বলেও জানান ওসি।

স/শা