জয়পুরহাটে পাঁচ চোরাই গরুসহ চার চোর আটক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাটে পাঁচ চোরাই গরুসহ চার চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কালাই উপজেলার আন্দারী এলাকা থেকে পাঁচটি গরু ভর্তি একটি পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাাদিপুর গ্রামের আব্দুল জালালের ছেলে তাহাজুল মন্ডল(৩০), মালাহার গ্রামের আজমল হকের ছেলে মুসা মিয়া (৩০), খামার পাড়া গ্রামের পুটুমিয়ার ছেলে পরেশ আহম্মেদ(২৬) ও বাদল খারি গ্রামের দুলাল মিয়ার ছেলে লিটন মিয়া(২৫)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, গরুচোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আশে পাশের হাটগুলোতে বিক্রি করে আসছিলেন।মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে পুলিশ চেক পোষ্ট বসিয়ে গরুগুলোর কাগজপত্র দেখতে চাইলে তারা গরু বোঝাই পিক-আপ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওই চেক পোষ্ট পুলিশের খবর পেয়ে জয়পুরহাটের কালাই থানা পুলিশ আন্দারী এলাকায় গরু বোঝাই ওই পিক-আপের গতিরোধ করে চোরাইকৃত পাঁচটি গরুসহ চোর দলের ৫ জন সদস্যকে আটক করা হয় বলেও জানান ওসি।

স/শা