জয়পুরহাটের আদিবাসী পল্লীতে ডাকাতি: ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার তেতুলতলী গ্রামের আদিবাসী পল্লীর ৩টি বাড়িতে ডাকাতি করে স্বর্নালঙ্কার, নগদ অর্থসহ ৫ লক্ষধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ওই গ্রামের বিভু দান সরদার, দিলিপ আইন্দ্রী ও বিপুল কুমারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ আদিবাসীরা জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল ৩টি বাড়ির সিমানা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে।

এরপর ডাকাতরা একে একে তাদের ঘরের দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে ৮ ভরি স্বর্নালঙ্কার, ২টি ষ্মার্ট মোবাইল ফোন, নগদ ৩১ হাজার টাকাসহ মোট ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ডাকাতিকালে নারীদের শ্লীলতাও হানীর চেষ্টা করা ছাড়াও তারা ঘুমন্ত আদিবাসী শিশু, নারীসহ বাড়ির সকলকে বেদম প্রহার করে বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রায় ঘন্টাব্যাপী ডাকাতি শেষে নির্বিঘেœ পালিয়ে যাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ আসে বলে জানান ভূক্তভোগীরা।

পুলিশ সুপার রশীদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতিসহ ডাকাতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
স/শ