মঙ্গলবার , ৩১ মার্চ ২০২০ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জ্বর-সর্দি শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালে যুবকের মৃত্যু

Paris
মার্চ ৩১, ২০২০ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

জ্বর-সর্দি শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম বুলবুল (২২)। তিনি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের আসলাম আলীর ছেলে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে তাকে রামেক হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে  ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে তিনি মারা যান। হাসপাতাল থেকে বলা হয়েছে তিনি তীব্র শ্বাসকষ্টসহ হাঁপানি রোগে ভুগছিলেন।

বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালেই রাখা হয়েছে। মৃতের পরিবারের সদস্যরাও মরদেহ নেওয়ার জন্য সেখানে অবস্থান করছেন।

তবে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কি না সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত হতে পারেন নি। তবে ভর্তির সময় পরিবারের সদস্যরা হাসপাতালকে জানিয়েছিলেন- বুলবুল বিদেশ বিদেশ ফেরত কারও কন্টাক্টে ছিলেন না এবং তার সম্প্রতি কোনো ভ্রমণের কোন ইতিহাস নেই।

এই বিষয়টি জানতে মঙ্গলবার রাত ৯টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র হাসপাতল উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌসের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোনোভাবেই তিনি ফোন ধরেন নি।

পরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেনদ্র নাথ আচার্য্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- এই ঘটনাটি তার জানা নেই।

এদিকে, রামক হাসপাতালের খাতায় মৃত্যুর কারণ লেখা আছে- ‘Severe Bronchial Asthma’ (মারাত্মক শ্বাসনালীর হাঁপানি)।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ড) ভর্তি করা হয়। রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর