সোমবার , ১৩ ডিসেম্বর ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জোড়া শিশু লামিসা-লাবিবার অস্ত্রোপচার শুরু

Paris
ডিসেম্বর ১৩, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ

নীলফামারীর জলঢাকার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লামিসা-লাবিবাকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

আজ সোমবার ( ১৩ ডিসেম্বর) সকালে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ-উল হক কাজলের নেতৃত্বে সাত বিভাগের সমন্বয়ে ৩০-৩৫ জন বিশেষজ্ঞ এ অপারেশনে যুক্ত হয়েছেন।

ঢামেকের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম জানান, হাসপাতালে জরুরি বিভাগের তৃতীয় তলায় ১০ নম্বর নিউরোসার্জারি ওটিতে সকাল ৮টার কিছু আগে জোড়া শিশু দুটিকে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অস্ত্রোপচার চলছে। তাদের বয়স দুই বছর আট মাস।

এর আগে জোড়া শিশুর যখন ৯ দিন বয়স তখন তারা রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসে। প্রায় দেড় মাস ভর্তি ছিল। এর মধ্যে তাদের পায়ুপথে অস্ত্রোপচার হয়। পেট দিয়ে মলত্যাগের ব্যবস্থা করা হয়। এর পর তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে দুজনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। চলতি বছরের ২৮ অক্টোবর আবারও তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আশরাফুল আলম বলেন, শিশু ও তাদের পরিবারের সব ব্যয় এবং সহযোগিতা হাসপাতালের পক্ষ থেকে করা হবে।

নীলফামারীর জেলার জলঢাকা উপজেলার যদুনাথপাড়া গ্রামের দিনমজুর লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির ঘরে প্রথমবার ভূমিষ্ঠ হয় জোড়া লাগা দুই কন্যাসন্তান।

২০১৯ সালের ১৫ এপ্রিলে তারা জন্ম নেয়। ২৮ অক্টোবর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়