জোর করে বিয়ে দিবে বলে বন্ধুর সাথে পালিয়ে যায় মাদ্রাসা ছাত্রী

বাঘা প্রতিনিধি:
বাড়ি থেকে জোর করে বিয়ে দিবে বলে বন্ধুর সাথে পালিয়ে যায় মাদ্রাসা ছাত্রী। গত ১৩ সেপ্টেম্বর বাঘা থেকে অপহরণ হয়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করার পর মঙ্গলবার পুলিশের কাছে এ স্বীকারক্তি দেয় মাদ্রাসা ছাত্রী আলেয়া আক্তার আলো।

বাঘা থানা পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর উপজেলার কলিগ্রামের দশম শ্রেণিতে পড়–য়া ছাত্রী আলীয়া আক্তার আলো (১৬) মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে লালপুর উপজেলার খানপুর গ্রামের সাজাহান আলীর ছেলে মিলন হোসেন (২০)। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর বাঘা থানায় একটি অপহরণ মামলা দায়ের করে আলীয়া আক্তার আলোর বাবা। এ মামলার প্রধান আসামী মিলন হোসেনের খালা সাজেদা বেগমকে (৩০) আটক করা হয়। পরে তার তথ্যমতে উপজেলার খানপুর এলাকার একটি ফাকা রাস্তা থেকে অপহৃত স্থানীয় মাদ্রাসার ছাত্রী আলীয়া আক্তার আলোকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলীয়া আক্তার আলো পুলিশের কাছে স্বীকারক্তি দিয়েছে, তার মা-বাবা এক আত্মীয়ের সাথে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করছিল। এ কারনে সে তার বন্ধুর সাথে পালিয়ে যায়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, চলতি সপ্তাহে পৃথক দুই ছাত্রী অপহরণের মামলা হয়। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপহৃত হওয়া আরেকজন ফরজানা রাখিকে উদ্ধারের চেষ্টা চলছে।