জুম অ্যাপের আদলে দেশে তৈরি হলো ‘বৈঠক’ অ্যাপ

মহামারী করোনাভাইরাসের কারণে এখন বেশিরভাগ অনুষ্ঠানই হচ্ছে ভার্চুয়ালি। এক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম অ্যাপের ব্যবহার হচ্ছে বেশি। এবার জুম অ্যাপের আদলে ‘বৈঠক’ নামে একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে এই অ্যাপের বাণিজ্যিক কার্যক্রম।

বুধবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আকাইর্ভ মিলনায়তনে ‘ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলে’র এক অনুষ্ঠানে পলক বলেন, ‘বৈঠক’ অ্যাপটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সামনে উপস্থাপন করা হয়েছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন