শুক্রবার , ২৭ আগস্ট ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জুভেন্টাস ছাড়ছেন রোনালদো, নিশ্চিত করলেন কোচ

Paris
আগস্ট ২৭, ২০২১ ১০:২৮ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জন চলছে। তবে এতদিন রোনালদো নিজে বা তার ক্লাব আনুষ্ঠানিক দলবদলের কোনো তথ্য মিডিয়াকে দেয়নি।

শুক্রবার সেরি আ-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এম্পোলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে জুভেন্টাসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি রোনালদোর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতির আমাকে বলেছে, অবিলম্বে সে ক্লাব ছাড়তে চায়। এটা সত্যি এবং নিশ্চিত। এ কারণেই সে আজ অনুশীলন করেনি এবং আগামীকাল এম্পোলির বিপক্ষে ম্যাচে সে থাকছে না।

তিনি আরও জানান, রোনালদোর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে আমি হতাশ নই। সে একজন গ্রেট ও চ্যাম্পিয়ন ফুটবলার। রোনালদো ক্লাবের জন্য অনেক করেছে। যেখানেই খেলুক, তার জন্য আমার শুভকামনা থাকবে। এখানে তার অবদান ছিল অনেক। আমি যে মৌসুমে ট্রেনিং করিয়েছি, সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে জুভেন্টাসে যে অবদান রেখেছে, সেজন্য শুধু কৃতজ্ঞতাই জানানো যেতে পারে।

স/রি

সর্বশেষ - খেলা