জুনের আগে অফিস খুলবে না গুগল

সুরক্ষার কথা ভেবে কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে গুগল এবং ফেসবুক। লকডাউন উঠলে অনেক প্রতিষ্ঠানের কর্মী কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন। তবে গুগল জানালো ১ জুনের আগে কোনো কর্মীকে অফিসে আসার প্রয়োজন নেই।

এই নির্দেশ জারি করেছেন সিইও সুন্দর পিচাই। সম্প্রতি কর্মীদের ই-মেইলের মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে।

ই-মেইলে সুন্দর পিচাই বলেছেন, দীর্ঘদিন বাড়িতে কাজ করার পরে কর্মীদের অফিসে আসার ইচ্ছা হতেই পারে। তবে ১ জুনের আগে তা সম্ভব নয়।

পিচাই তার কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। যেখানে কর্মীদের নিজের সাথে তাদের পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়াও যাদের পরিবারে কোনও সমস্যা আছে তাদের অফিসে না আসতে বলা হয়েছে। এ জন্য তাদের ম্যানেজারের সাথে কথা বলে সুবিধামত বাড়ি থেকে কাজ করতে বলা বলেছে।

পিচাই কর্মীদের কাছে পাঠানো মেইলটিতে লিখেছেন, ‘সবাই একসাথে অফিসে যাবে না এবং অফিসের প্রত্যেকের জন্য আলাদা জায়গা থাকবে। যার গাইডলাইনও আলাদা হবে।

 

সুত্রঃ জাগো নিউজ