শুক্রবার , ২১ জুন ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জীবনে প্রথমবার জুতা পেয়ে আনন্দে আত্মহারা উগান্ডার নারী

Paris
জুন ২১, ২০১৯ ৭:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জীবনে প্রথম বারের মত এক জোড়া জুতা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন উগান্ডার এক নারী। জুতা পাওয়ার পর তিনি আনন্দে নাচতে শুরু করেন। খবর ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, লরা গ্রিয়ার নামে এক নারী এক মহিলার পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় দেখেন এক মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি ওই মহিলার পাশে গাড়ি থামান এবং তাকে সাহায্য করতে চান।

লরা বলেন, আমি খালি পায়ে ওই মহিলাকে দেখে আমার ড্রাইভারকে তার কাছে গাড়ি থামাতে বলি এবং এক জোড়া জুতা উপহার তাকে দেই। তিনি জানান, ওই নারীর এর আগে কখনো জুতা ছিল না।

লরা সংবাদ মাধ্যম নিউজফ্লেয়ার’কে বলেন, ওই নারী জুতা উপহার পাওয়া পর আনন্দে আত্মহারা হয়ে যান। জুতা পরে তিনি আনন্দে নাচতে শুরু করেন।

এমন আনন্দের দৃশ্য দেখে আমার চোখে পানি আসে বলে জানান লরা।

সর্বশেষ - আন্তর্জাতিক