‘জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে’

সাপাহার প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও জাতির জনকের দেশ গড়ার স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। যাতে বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবেনা।’

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নওগাঁর সাপাহার উপজেলা খাদ্যগুদামে হাউজ হোল্ড সাইলো বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সে স্বপ্ন আজ তারই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পূরণ করতে সক্ষম হয়েছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। কৃত্রিম সংকট ঘটিয়ে যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরী করবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে উপজেলা আওয়ামীলীগ আয়োজনে একইদিনে বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে উপজেলার জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে আওয়ামীলীগ মনোনিত নব নির্বাচিত ৫ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণের সংবর্ধনা প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন মজুমদার।

এসময় সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার রেজা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, থানার ওসি তারেকুর রহমান এবং দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

জি/আর