সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাফরানি চা রেসিপি:
প্রয়োজনীয় উপকরনঃ
পানি ু ২ কাপ
জাফরান ু ৪-৫ টি
অর্গানিক মধু- ১/৪ চা চামচ
চা পাতা ু ১ চা চামচ (ঐচ্ছিক)
আদা কুচি ু সামান্য
দারচিনি ু ১ টুকরো
প্রস্তুত প্রণালিঃ
পানির সাথে আদা এবং দারচিনি দিয়ে জ্বাল দিন।
কিছু সময় হলে সঙ্গে জাফরান মিশিয়ে জ্বাল দিন।
হয়ে গেলে ছেকে মধু মিশিয়ে খেয়ে নিন।
এই দারুণ জাফরান চা হজমশক্তিকে উন্নত করে, ত্বকের রঙ ফর্সা করে, ত্বক উজ্জ্বল ও কোমল করে, চুলকে করে তোলে ঝলমলে, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে।
প্রতিদিন ১ কাপ খেতে পারবেন।