মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাপোরিঝিয়া-খারকিভে রুশ হামলা, নিহত ৮

Paris
নভেম্বর ৫, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধক্ষেত্রের কাছে অবস্থিত ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি অবকাঠামোগত স্থাপনায় রুশ হামলায় ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে বলে মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণহানির খবর নিশ্চিত করেন। এ ছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা আন্দ্রেই ইয়ারমাক এই হামলার প্রসঙ্গে বলেন, রাশিয়ার এই সহিংসতা বন্ধ করতে মিত্রদের আরো শক্তিশালী সহায়তা প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘এই সহিংসতা শক্ত পদক্ষেপের মাধ্যমে বন্ধ করতে হবে। মিত্রদের আরো দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।’
যুদ্ধের আগে এই শিল্প শহরের জনসংখ্যা ছিল সাত লাখেরও বেশি। শহরটির নিকটতম রুশ অবস্থান প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সম্প্রতি জাপোরিঝিয়া শহরে রাশিয়ার আকাশপথে হামলার পরিমাণ বেড়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এই শীতে শহরটির দিকে নতুন করে আক্রমণ শুরু করতে পারে ক্রেমলিন। রাশিয়া ২০২২ সালের শেষের দিকে পুরো অঞ্চলটির সামরিক নিয়ন্ত্রণ নেওয়া ছাড়াই বৃহত্তর জাপোরিঝিয়া অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছিল।
এদিকে পূর্বাঞ্চলীয় খারকিভের গ্লুশকিভকা গ্রামে রুশ গোলাবর্ষণে এক পুরুষ ও এক নারী নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

নিহত দুজনের বয়সই ৪৮ বছর। খারকিভ অঞ্চলেও রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং কুপিয়ানস্ক শহরের ওপর চাপ বাড়াচ্ছে। সেখানে কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক