মঙ্গলবার , ২২ নভেম্বর ২০১৬ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

Paris
নভেম্বর ২২, ২০১৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

 

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এতে এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়।

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, এর উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এই এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ফুকুশিমায় পারমাণবিক চুল্লি রয়েছে। ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে চুল্লি ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক