জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বড় পরিকল্পনা

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি হবে আগামী বছরের এপ্রিলে। ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এখনো অনুষ্ঠানসূচি চূড়ান্ত না হলেও এ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা রয়েছে।

বছরব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্পিকারসহ সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। সেই হিসাবে আগামী ৬ এপ্রিল এই সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ অধিবেশন ছাড়াও আলোচনাসভা, সেমিনার, প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে।

সূত্র : কালের কণ্ঠ