রবিবার , ২৪ জুলাই ২০১৬ | ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জাতীয় সংগীত বিতর্ক; সানি লিওনের বিরুদ্ধে মামলা!

Paris
জুলাই ২৪, ২০১৬ ১২:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

এবার সানি লিওনের বিরুদ্ধে মামলা রুজু করা হল। রুজু করলেন দিল্লির এক বাসিন্দা উল্লাস পি আর। তাঁর অভিযোগ, কবাডি লিগের আগে সানি স্টেজে জাতীয় সংগীতি ভুল গেয়েছেন। উল্লাস একই কারণে কিছুদিন আগে অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও মামলা করেছিলেন।

চলতি ‘প্রো-কাবাডি’র আসরে একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন ‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন। আর সেখানেই খেলার শুরুতে জাতীয় সঙ্গীত গাইতে আসেন সানি। মাঠে দুই দলের খেলোয়ারদের পাশাপাশি রেখে সানি মাইক্রোফোনে দরদ দিয়েই প্রথমবারের মত এমন ঝমকালো আয়োজনের মধ্যে জাতীয় সঙ্গীতটি গেয়ে উঠেন। গাওয়ার পর তুমুল কড়তালিও পড়ে। অথচ এর পরের দিনই দিল্লির নিউ অশোক নগর থানায় শুক্রবার রাতে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মুম্বইয়ে কাবাডি লিগ শুরু হওয়ার আগে মঞ্চে জাতীয় সংগীত গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন সানি। অনেকেই তাঁর গলা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আবার  অনেকের মতে, জাতীয় সঙ্গীতের বহু শব্দই নাকি তিনি বিকৃত উচ্চারণে গেয়েছিলেন।

 

উল্লাস পি আরের মতে, গাইতে ওঠার আগে সানির ভাল ভাবে অভ্যাস করা উচিত ছিল। কারণ তিনি যদি ভুল উচ্চারণে জাতীয় সঙ্গীত গান তবে তাঁর ভক্তরাও একই কাজ করতে পারেন।

 

যদিও এর আগে সানি টুইট করেছিলেন, ‘উচ্চারণ ঠিক করার জন্য আমি বার বার প্র্যাকটিস করছি।’ টুইটারে নিজের সেই ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু তার পরেও বিতর্ক এড়াতে পারলেন না তিনি।

সূত্র: অনলাইন