জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে ১৬ মার্চ সুবিধামত সময়ে রাজশাহী শিশু একাডেমিতে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

১৭ মার্চ শনিবার সকাল ৯:০০ টায় গভ. ল্যাবরেটরি স্কুল হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত শিশু সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে।
সকাল ৯:৪৫ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া সুবিধামত সময়ে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে দিবস উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
স/শ