জাতীয় আইনগত সহায়তা দিবসে ইবিতে র‌্যালি

ইবি প্রতিনিধি:
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় ‘ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘বিরোধ হলে শুধু মামলা নয়- লিগ্যাল এইড অফিসে আপোষও হয়, সহায়-সম্বল-ভূমিহীন আইনি সহায়তার আশ্রয় নিন, ১৬৪৩০ নম্বরে ফোন করলেই পাওয়া যায় আইনি পরামর্শ’ সহ বিভিন্ন শ্লোগান লিখিত প্ল্যা-কার্ড নিয়ে শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে মীর মশাররফ হোসেন ভবনের সামনে সংক্ষিপ্ত আলোজনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিভাগের শিক্ষক মেহেদী হাসান বলেন,‘২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৭০ হাজার মামলা লিগ্যাল এইড এর আইনজীবীদের মাধ্যমে সমাধান করা হয়েছে। প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস আছে, সেখান থেকে বিনামূল্যে গরিব লোকদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়। এই তথ্যটি সবাইকে জানিয়ে দেয়াই হোক আজকের বিষয়।’

স/অ