নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংগীতের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে *জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
মানববন্ধন ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ,সহসভাপতি অজিত কুমার মন্ডল, ভারপ্রাপ্ক সাধারণ সম্পাদক রনজিত কুমার শাহা, খেলাঘরের সদস্য সচিব তালেব মোল্লা, কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলার সাধারণ সম্পাদক আফতাব আহমেদ কাজল, উদিচীর পাঠচক্র বিভাগের সেলিনা বানু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন ,জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়।