বৃহস্পতিবার , ১৫ নভেম্বর ২০১৮ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘জাতিসংঘের সম্মতি পেলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে’

Paris
নভেম্বর ১৫, ২০১৮ ৯:৩২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সে দেশে প্রত্যাবাসনের জন্য প্রথমধাপে প্রথমদিনে ৩০ পরিবারের দেড়শ জনকে বাংলাদেশ প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এ ব্যাপারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের সম্মতি পেলেই প্রত্যাবাসনের চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের কমিশনার কার্যালয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

আবুল কালাম বলেন, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ৩০ পরিবারের ১৫০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠাতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে এদের ফেরত পাঠানো হবে। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের সম্মতি পাওয়া গেলেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, ‘‘প্রথম ধাপে ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসন করা হবে। এদের মধ্যে প্রথমদিনে ৩০ পরিবারের ১৫০ জনকে ফেরত পাঠানো হবে। অন্যদের প্রতিদিন ১৫০ জন করে ১৫ দিনে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

ইউএনএইচসিআবের চূড়ান্ত সম্মতির জন্য বাংলাদেশ অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

বৈঠকে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার, জেলা প্রশাসক, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমার থেকে দেশটির সামরিক বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ১০ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

সর্বশেষ - জাতীয়