জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ায় হতাশ বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ২০১৫ সালে সই হওয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ হতাশা প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্য সবুজ এবং নিরাপদ পৃথিবী তৈরির বৈশ্বিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মতো বড় একটি দেশ বের হয়ে যাওয়া দুঃখজনক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত।  বাংলাদেশ তার বন্ধু ও অংশীদারদের সঙ্গে মিলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্পদ আহরণ করবে।’

প্রসঙ্গত, ২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সই হওয়া প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর ‘অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দেওয়া হয়েছে। আরও ‘ফেয়ার’ চুক্তির জন্য তিনি বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ ১৮৭টি দেশ মিলে অঙ্গীকার করেছিল , বৈশ্বিক উষ্ণতার মাত্রা তারা ২ ডিগ্রি সেলসিয়াসের কম রাখবে।

 

সূত্র: বাংলাট্রিবিউন