বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়ের বিষয়ে আমি খুবই আত্মবিশ্বাসী, বললেন ডোনাল্ড ট্রাম্প

Paris
নভেম্বর ৬, ২০২৪ ৬:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ের ব্যাপারে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) ফ্লোরিডায় ভোট দিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের ফল আমার পক্ষে যাবে এবং কোনোভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, আমি খুবই আত্মবিশ্বাসী।

শুনছি আমরা সব জায়গাতেই ভালো করছি। তিনি তার তিনটি নির্বাচনি প্রচারণার মধ্যে এবারের প্রচারকে ‘সেরা’ বলে আখ্যা দেন। তার দাবি, এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে না। তবে ফলাফল চূড়ান্ত করতে দীর্ঘ সময় লাগবে।

তিনি অভিযোগ করেছেন, দীর্ঘ সময় নিয়ে ভোট গণনা করা হচ্ছে। অথচ যেখানে মেশিন কেনার জন্য প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে।

ফ্রান্সের নির্বাচনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, সেখানে দ্রুতই ফলাফল ঘোষণা সম্ভব হয়।

ডাকযোগে ভোট গণনার দীর্ঘ সময়ের জন্য ট্রাম্প বারবার অভিযোগ করেছেন এবং এ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ফ্লোরিডার পাম বিচে ভোট দেন রিপাবলিকান প্রার্থী।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক