জম্মু-কাশ্মীরে গোলাগুলি, সেনা কর্মকর্তাসহ সাতজন নিহত

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তাসহ চারজন সেনা সদস্য। একই সঙ্গে তিন বন্দুকধারীও প্রাণ হারিয়েছেন।

ভারতের সেনাবাহিনীর পক্ষে থেকে জানানো হয়েছে, কুপওয়ারার মছিল সেক্টর বরাবর জঙ্গিদের অনুপ্রবেশ প্রথমে নজরে আসে বিএসএফ এবং সেনাবাহিনীর। সঙ্গে সঙ্গেই জবাব দেন নিরাপত্তারক্ষীরা। টের পেয়ে পাল্টা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে বন্দুকধারীরা। সেই গুলিতেই প্রাণ হারিয়েছেন এক সেনা কর্মকর্তা এবং তিন সেনা সদস্য।

ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ ভোর চারটের দিকে কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলির লড়াই শুরু হয়েছিল। এরপর ফের বেলা ১০টা ২০মিনিটের দিকে জঙ্গি অনুপ্রবেশ লক্ষ্য করেন সেনা সদস্যরা। লাইন অব কন্ট্রোল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ছিল অনুপ্রবেশকারীরা। দুবারই তাদের অনুপ্রবেশ রুখতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।

 

সূত্রঃ কালের কণ্ঠ