জম্মু ও কাশ্মিরে এনকাউন্টার: অধ্যাপকসহ নিহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে এক অধ্যাপকসহ পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার সকালে রাজ্যটির সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডারও রয়েছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাটও নিহত হয়েছেন। তিনি কয়েক বছর আগে হিজবুল মুজাহিদিনে যোগ দেন।

এদিকে, পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেছেন, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন রাফি ভাট। ভাটকে আত্মসমর্পণে রাজি করাতে তার বাবা-মাকে সোপিয়ানে নিয়ে এসেছিল পুলিশ। কিন্তু আত্মসমর্পণে রাজি হননি তিনি।

সূত্র: এনডিটিভি