জবি সাংবাদিকদের উপর হামলা: রাবি প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্বাবিদ্যালয় (জবি) পেশাগত দায়িত্বপালনকালে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লতিফুল ইসলাম, দৈনিক সংবাদের প্রতিনিধি রাকিব ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি জয়নুল হক এবং বিডি২৪রিপোর্ট এর প্রতিনিধি সানাউল্লাহ ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।

সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় এক বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে এ নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিবাচক নেতৃত্বের নির্দেশ দিলেও ক্যাম্পাসগুলো ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা সন্ত্রাসীর ভূমিকা পালন করছে। তারা বিভিন্ন সময় কোন কারণ ছাড়াই শিক্ষার্থীদের ওপর হাত তুলছে। এমনকি সাংবাদিকদের ওপরও হামলার ঘটনা এখন নিত্য দিনের। তাই এসব সন্ত্রাসীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় জবি শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদকিদের উপর একের পর এক হামালার ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায় নি। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

স/অ