জবাব দেব, বুলেট গুনব না : রাজনাথ সিং

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, তাঁর দেশ কখনোই কাউকে আক্রমণ করে না। তবে হামলার জবাব দেওয়া হবে, বুলেট গোনা হবে না।

 

গতকাল শনিবার পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে রাজনাথ সিং এসব কথা বলেন।

 

ভারতের মন্ত্রী বলেন, ‘আমরা কখনোই আগে গোলাগুলি করি না, কিন্তু যদি আক্রমণের শিকার হই, এর পাল্টা জবাব দেওয়ার সময় আমরা বুলেটে হিসাব না করেই দিই।’ রাজস্থান রাজ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে রাজনাথ এসব বলেন।

 

রাজনাথ বলেন, “আমাদের ঐতিহ্য হলো ‘বাসুদেব কুটুম্বাকম’, যার অর্থ পুরো পৃথিবী একটিই পরিবার। অন্যদের ভূমি দখল করার কোনো ইচ্ছা আমাদের নেই।”

 

গত ১৮ সেপ্টেম্বর ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনাসদস্য নিহত হন। এর জবাবে গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ অভিযান চালায় ভারত। এতে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী মারা গেছে বলে দাবি করা হয়। এর পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: এনটিভি