জনগণকে সচেতন করতে মাইক হাতে এসিল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) কাবেরী রায় নিজে মাইকিং করে মহামারী করোনা সংক্রমণের ভয়াবহতা, সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি রক্ষায় মানুষকে শতর্ক করেছেন।

আজ সোমবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি এই মাইকিং করেন। এ সময় রাস্তার উপর বসে পণ্যসামগ্রী বিক্রি করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস।

উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) কাবেরী রায় বলেন, হাটবারে হাজারো মানুষের সমাগম। কিন্তু কারো মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। আজ শুধু মাইকিং করে শতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা বিষয়ে একটি ক্যাম্পেইন করে আমরা ব্যাপকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব এবং মাস্ক না পরলেই জরিমানা করা হবে।

 

সূত্র: কালেরকন্ঠ