জটিল রোগের আধুনিক চিকিৎসা নিয়ে রাজশাহীতে শিশু সার্জনদের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রখ্যাত শিশু সার্জনদের নিয়ে সম্মেলন অনুষ্টিত হয়েছে রাজশাহীতে। শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, দেশের প্রখ্যাত শিশু সার্জন প্রফেসর রুহুল আমিন, অ্যাসোসিয়েশন অব প্যাড্রিয়াটিক সার্জারি অব বাংলাদেশ’র (এপিএসবি) সভাপতি আব্দুল আজিজ, প্রফেসর মোস্তাক আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর সদরুল আমিন, প্রফেসর সামিদুর রহমান, প্রফেসর তোসাদ্দেক আহেমদ, প্রফেসর আবু জাফর, সার্জারি বিভাগের প্রফেসর বাহারুল ইসালম, রামেক মেডিক্যাল কলেজ অধ্যক্ষ নওশাদ আলী প্রমুখ। সম্মেলনে অভিজ্ঞ শিশু সার্জারি চিকিৎসকরা নতুন চিকিৎসকদের কাছে শিশুদের জন্মগত জটিল রোগের অপারেশেনর বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় বাংলাদেশে শিশু সার্জারি চিকিৎসা কতদূর এগিয়ে গেছে, সেসব আধুনিক দিকও তুলে ধরা হয়। এতে উপকৃত হন তরুণ ও অনিভজ্ঞ শিশু সার্জারি চিকিৎসকরা। এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী মেডিক্যাল কলেজ প্যাড্রিয়াটিক বিভাগ ও এপিএসবি।

 

স/আর