জঙ্গী ও সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে হবে-চাঁপাইনবাবগঞ্জে পানিসম্পদ মন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পানি সম্পদ মন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে হবে। এদেশে জঙ্গী সন্ত্রাসবাদের স্থান নেই। পহেলা বৈশাখে দেশে কিছু একটা ঘটবে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু আইনশৃংখলাবাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোন ঘটনায় ঘটেনি। তিনি রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী আরো বলেন, বর্তমান জোট সরকার দেশের উন্নয়নে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় রাবার ড্যাম আগামী ২ বছরের মধ্যে শেষ করা হবে। এর আগে তিনি সকালে সদর উপজেলার আলাতুলিতে পদ্মায় নির্মাণাধীন বাঁধের কাজ পরিদর্শন করেন।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক। বারঘরিয়া নন্দন পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম প্রমুখ।

স/আর