জঙ্গি মুসা বাংলাদেশেই আছে : ডিএমপি কমিশনার

সিল্কসিটিরিউ ডেস্ক:

জঙ্গি মুসা বাংলাদেশেই অবস্থান করছে। আমরা তাকে ধরার চেষ্টা করছি। শিগগিরই তাকে আমরা গ্রেফতার করতে পারবো বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রবিবার সকালে কাকরাইলের সেন্ট মেরি চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান ফাদার বেনযামিন কস্তা।

ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশের মাটিতে অতীতে কখনও জঙ্গিবাদ টিকতে পারেনি। এখনও পারবে না। আমরা ইতোমধ্যে জঙ্গিদের দুর্বল করে ফেলেছি। তারা আর সংগঠিত হতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘মুসা জঙ্গিদের মধ্যে একজন। সে আমাদের তালিকাভুক্ত জঙ্গি। তাকে ধরার চেষ্টা করছি। সে বর্তমানে বাংরাদেশেই অবস্থান করছে। খুব তাড়াতাড়ি আমরা তাকেধরতে পারবো বলে আশা করছি।’

আসাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গিরা প্রকাশ্যে কোনও রাজনৈতিক দল করে না। এমনকি তাদের সাংবগঠনিক কাঠামোও নেই। তবে তাদের কে ইন্ধন দিচ্ছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘বড়দিনে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতি গির্জায় নির্বিঘ্নে অনুষ্ঠান উদযাপানের জন্য তিনস্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের সব ধর্মের লোকজন নিজের ধর্মীয় অনুষ্ঠান পালন করে।’

জঙ্গিদের কাছ থেকে নতুন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছ। এসব বিস্ফোরক নিয়ে তাদের নতুন কোনও পরিকল্পনা ছিলো কিনা? প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এটা নতুন কোনও পরিকল্পনা নয়। এগুলো সব গুলশান হামলারই অংশ হতে পারে।’

জঙ্গিরা এসব বিস্ফোরক দ্রব্য কোথায় পাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘কোথা থেকে আসছে তা বলা যাচ্ছে না। এগুলো বাইরের দেশ থেকে আমদানিও হতে পারে। আবার দেশের ভেতর থেকেও কেউ সরবরাহ করতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আছে।’

 

সূত্র: বাংলাট্রিবিউন