মঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জঙ্গিবাদের উত্থানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার আমিনুল: ফারুক চৌধুরী

Paris
আগস্ট ২২, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানকারী কে ছিলো তা আপনারা সবাই জানেন। এই অঞ্চলে জঙ্গিবাদের উত্থানের জন্য ব্যারিষ্টার আমিনুল হক নিজেই দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়। সেই সময় বলা হতো এগুলো মিডিয়ার সৃষ্টি। কিন্তু এগুলো কোন মিডিয়ার সৃষ্টি নয়।’

মঙ্গলবার গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের ২১ আগস্ট এর আলোচান সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, গোদাগাড়ী-তানোরে জঙ্গিবাদের লড়াই হয়েছে। আপনাদের নিজেরা ঘুমিয়ে না থেকে জাগ্রহ হতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব আপামর জনগণের। এদেশের মাটিতে জঙ্গিবাদের কোন ঠাঁই হবে না।

গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের গভর্নির বডির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আশরাফ্জ্জুামান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

স/বি

সর্বশেষ - রাজশাহীর খবর