ছোটগল্প ‘ডিউটি’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

‘ডিউটি’

ডিউটি- বাবা চুপ করে আছো কেনো..! আমি ফার্স্ট হয়েছি, তুমি খুশি হওনি? মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন জহির সাহেব। কিছুই বলছেন না। মুখে চিরচেনা মুচকি হাসিটা লেগেই আছে। কিন্তু বাবার এমন আচরণে খুশি হতে পারছেন না সাবা। বয়সে সে ৭ আর শ্রেনীতে ২য়’তে পা রাখবে সে। ১ম শ্রেনীর রেজাল্ট বের হয়েছে আজ। ২য় স্থান অধিকারীর চাইতে পুরো ২৩ মার্ক বেশি পেয়ে ১ম হয়েছে। কিন্তু কোথায় বাবা খুশি হয়ে আদরে কাছে টেনে নেবে তা না, পুলিশের আকাশি উর্দিটা গায়ে চাপিয়ে ঠাঁই তার দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাবার অলক্ষ্যে পেছনে তার মা জাহানারা বেগম অনেকক্ষণ হলো এসে দাঁড়িয়েছেন। সাবার আবেগভরা বাবার একটি কথা শোনার, বাবার আদরে নিজেকে সিক্ত করার জন্য আকূল আবেদন দেখে একপর্যায়ে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে সজোরে বুকে টেনে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। প্রয়াত স্বামীর ছবিটাতে হাত বুলাতে বুলাতে আরো জোরে কাঁদতে লাগলেন তিনি। সাবা মাকে শক্ত করে ধরে বলতে লাগলো, মা, বাবা সবসময় উইনিফর্ম পড়ে থাকছে কেনো। বাবা কি এখন সবসময় ডিউটি করবে..!

লেখক: ইব্বান মাহমুদ রাজশাহী কলেজ মার্কেটিং বিভাগ (দ্বিতীয় বর্ষ)