ছেলেদের ক্রিকেটে কোচ হয়ে ইতিহাস গড়লেন যে নারী

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ছেলেদের দলের কোচ হয়ে ইতিহাস গড়েলেন সাবেক ইংলিশ তারকা উইকেটকিপার ব্যাটসম্যান সারা টেলর। কাউন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ছেলেদের দলের কোচ হলেন কোনো নারী।

সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলসবুরি ও জেমস কির্টলের সঙ্গে দায়িত্ব পালন করবেন টেলর। তিনি ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচে অংশ নিয়ে সাত সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৫৩৩ রান সংগ্রহ করেন।

২০০৯ ও ২০১৭ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অবদান রাখা ৩১ বছর বয়সী টেলর কোচিংয়ে ক্যারিয়ার গড়া প্রসঙ্গে বলেন, ছেলেদের ক্রিকেটেও নারীদের যে জায়গা আছে লোকে এখন তা দেখবে। সাসেক্স কিন্তু আমাকে নারী হিসেবে গ্রহণ করেনি। কী কাজ আমার সেখানে, সেটা তারা জানে।

সাসেক্সের কোচ কির্টলে বলেছেন, আমাদের উইকেটকিপারদের অনেক কিছু শেখানোর আছে টেলরের। কিপিংয়ে তার দক্ষতা দুর্দান্ত। তবে ম্যাচের নানা পরিস্থিতি বুঝেও সে অনেক কিছুই শেখাতে পারে খেলোয়াড়দের।