‘ছিন্ন তরী ‘

সাজিয়া সুলতানা মিম

রঙিন পথ

সাদাকালো ছবি,

তোমার সাজানো মনের

আমি অগোছালো কবি।

সপ্তম গগনের সাথে

বৃষ্টির আলাপন এই রাতে,

দেখো স্বপ্নদের আলিঙ্গন

মেঘের ভাজে ভাজে।

ভালোবাসি বড্ড ভালোবাসি

এসো বুঝে নাও আমারে,

নিশ্চল দেয়ালের আড়ালে

কেন লুকিয়ে!

মোদের ছিন্ন তরীর নকশা

আজও বুকে বাঁধারে।

ভালোবসি….!