ছায়া থেকে মিলবে বিদ্যুৎ

আলো আর ছায়ার হাত ধরাধরি করে এবার বিদ্যুৎশক্তির জন্ম দেবে একটি বিশেষ যন্ত্র। ‘শ্যাডো-এফেক্ট এনার্জি জেনারেটর’। যা আমাদের ঘরের ছোটোখাটো ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো চালাতে পারবে।

আর সেই বিদ্যুৎ আমরা ঘরের ভেতরেই তৈরি করতে পারব। গবেষকদের দাবি, তা সোলার সেলের চেয়েও কম খরচে করা যাবে।

এ শ্যাডো-এফেক্ট এনার্জি জেনারেটর উদ্ভাবনের গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’-এ। সোলার সেলের চেয়ে এটা হয়তো বেশি কার্যকরী হতে পারে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে।

তাই কিছু ক্ষেত্রে এ যন্ত্র সোলার সেলের পরিপূরক হয়ে উঠতে পারে। তবে পুরোপুরি বিকল্প হয়ে উঠতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে আপাতত।

 

সুত্রঃ যুগান্তর