ছাত্রী হলে সিনিয়র-জুনিয়রের বাকবিতণ্ডা, মধ্যরাতে ছাত্রলীগের বিক্ষোভ

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে ছাত্রীসংস্থা কর্তৃক দুর্ব্যবহারের অভিযোগ এনে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে তারা হলের সামনে জড় হয়ে বিক্ষোভ শুরু করেন। রাত ৩টারও পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের শান্ত করেন এবং বিষয়টি মীমাংসা করে দেন। ছাত্রলীগের দাবি- ছাত্রীসংস্থার সদস্যরা পরিকল্পিতভাবে তাদের কর্মীকে হেনস্থা করেছে। তবে হল প্রশাসন জানায়, টিভি রুমে সিট সংক্রান্ত বিষয়ে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে।

হল সূত্রে জানা গেছে, হলের গণরুমে জায়গা সংকুলান না হওয়ায় প্রাধ্যক্ষ প্রথম বর্ষের কয়েকজন ছাত্রীকে টেলিভিশন রুমে সিটের ব্যবস্থা করে দেন। ফলে সিনিয়র শিক্ষার্থীদের টেলিভিশন দেখা নিয়ে সমস্যা তৈরি হয়। এরই প্রেক্ষিতে তারা টিভি রুমের ছাত্রীদের গণরুমে ফিরে যেতে বলেন। ওই সময় বাংলা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে পরিচয় দিলে দুইপক্ষের মধ্যে বাকবিত-া শুরু হয়। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ফয়সাল আহমেদ রুনুকে বিষয়টি জানায়। রাতেই ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হলের সামনে জড় হয়ে বিক্ষোভ শুরু করেন।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু দাবি করে বলেন, আমরা জানতে পেরেছি হলে ছাত্রীসংস্থা মিটিং করে পরিকল্পিতভাবে আমাদের কর্মীকে হেনস্থা করেছে। তাই আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’

হল প্রাধ্যক্ষ বীথিকা বণিক বলেন, সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। আমি বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা এসে বিষয়টি সমাধান করে দিয়েছেন।’

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘হলে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছিল। আমি উভয়পক্ষের কথা শুনে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। আর হলে সিটের যেই সমস্যা সমাধানের জন্য আমরা অতিদ্রুত ব্যবস্থা নেব।’

স/আ