ছাত্রলীগ কর্মীদের হত্যাচেষ্টার মামলায় কাউন্সিলরসহ চার আসামি জেলে

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ছাত্রলীগ কর্মীদের হত্যাচেষ্টা ও কুপিয়ে জখমের মামলায় জেলে পাঠানো হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জের পৌর কাউন্সিলরসহ চারজনকে। সোমবার বরিশালের বিচারিক হাকিম শারমিন সুলতানা এ আদেশ দেন বলে জানিয়েছেন জিআরও এসআই কাইয়ুম।

তিনি জানান, কাউন্সিলরসহ চার আসামিকে হত্যাচেষ্টা ও কুপিয়ে জখমের মামলায় আদালতে হাজির করা হয়। বিচারিক হাকিম তাদের জেলে পাঠিয়েছেন।

তারা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা, মো. মিরাজ, মো. জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের ছাত্রলীগের চার কর্মীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ইমরান খান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় কাউন্সিলরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া নামধারী আরও ১৫ জন ও অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামি হিসেবে তাদের রোববার রাতে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর