ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাবি ছাত্রলীগের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল ৪ জানুয়ারী।  এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো ক্যাম্পাস বিভিন্ন রঙ্গে রাঙ্গিয়েছেন তারা।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০ টায় তাদের দলীয় টেন্টে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি, বেলা ১২ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন, সাড়ে ১২ টায় রক্তদান কর্মসূচি, দুপুর ১ টায় পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গরীব ও দুস্তদের মাঝে খাবার বিতরণ বেলা দেড় টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম খাইরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলুু সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির ছাত্তার তাপু, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

স/তা