ছাত্রলীগের নেতা হয়ে চাঁদাবাজি করা যাবে না : বাণিজ্যমন্ত্রী

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ছাত্রলীগের সঙ্গে দেশের ইতিহাস ঐতিহ্য জড়িত। শুধু স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতা হওয়া যায় না। আর পাঁচটা দলের মতো ছাত্রলীগ না। ছাত্রলীগ করতে হলে দলের আদর্শ বুকে ধারণ করতে হবে।’ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নেই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে। ছাত্রলীগের নেতা হয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না। ’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলে যেনো কোনো জামায়াত বিএনপি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ৭১ এর পরাজিত শক্তি ৭৫ ঘটিয়েছে। ’

দলের কর্মী প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে টিপু মুনশি বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কর্মীদের মাঠে নামাতে তিন শ টাকা করে জন প্রতি দিতে হয়। আমরা এ রকম আওয়ামী লীগ চাই নাই। এটা কখনো হতে পারে না। ’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল প্রমুখ।

রংপুর জেলা ছাত্রলীগের নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও কলেজের মোট ২৩টি ইউনিটের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কাউনিয়া উপজেলা ও কলেজ শাখার সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পীরগাছা উপজেলা ও কলেজ ছাত্রলীগের সম্মেলন হয়। পর্যায়ক্রমে বদরগঞ্জ, পীরগঞ্জ ও মিঠাপুকুরসহ অন্য উপজেলাগুলোয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে সব ইউনিটে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করছে জেলা ছাত্রলীগ।

সূত্র: কালের কণ্ঠ