ছাত্রদলের ধর্মঘটে ঢাবির একাডেমিক ভবনে তালা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন একাডেমিক ভবনে তালা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের ডাকা ধর্মঘটের সমর্থনে ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেয় তারা।

আজ রোববার ভোরে ভবনগুলোর দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার পর সকাল ৭টার দিকে তালাগুলো ভেঙে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, এনেক্স ভবন, মোকাররম ভবন, প্রক্টর অফিস এবং বিভিন্ন বিভাগের ডিন অফিসে তালা দেয় ছাত্রদল কর্মীরা।

অন্যদিকে, কলাভবন ও সামাজিক বিজ্ঞান ভবনের তালায় সুপার গ্লু দেওয়া হয়। এর পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে ফেলে।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আক্তার হোসেন বলেন, ‘ধর্মঘটের সমর্থনে সকালে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নিয়েছি। প্রক্টর অফিস, বিভিন্ন বিভাগের ডিন এবং একাডেমিক ভবনগুলোতে তালা দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবনে তালা দিয়েছে। সকালে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে, ছাত্রদলের ধর্মঘট থাকলেও পূর্বঘোষিত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং ক্লাসগুলো অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ধর্মঘটের সমর্থনে গতকাল রাত পৌনে ১১টার দিকে কার্জন হলে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের এক নেতাকে ধরে পুলিশে দেয় ছাত্রলীগ।

সূত্র: এনটিভি অনলাইন