ছাতকে ইয়াকুব হত্যা: অন্যতম আসামি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার

ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার অন্যতম আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওবায়দুর রউফ বাবলু ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিল্লাল আহমদ, ওসি মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দিলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, মহিউদ্দিনসহ থানা পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর দিঘলী ও শিবনগর গ্রামবাসীর মধ্যে এক সংঘর্ষের শিবনগর গ্রামের বাসিন্দা খুশিদ আলীর পুত্র মুয়াজ্জিন ইয়াকুব আলী নিহত হন। এ ঘটনায় নিহত ইয়াকুব আলীর ভাই আওলাদ আলী বাদী হয়ে পরদিন ছাতক থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামুু ওবায়দুর রউফ বাবলু। ছাতক থানার ওসি মোস্তফা কামাল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ