ছবিতে দেখুন টাইগার যুবাদের সৌরভ গাঙ্গুলীর সান্নিধ্য

ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের যুবারা জয় পায় ১৮১ রানের বড় ব্যবধানে। kalerkantho

ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সাবেক ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। kalerkantho

৯১ বলে ১ চার এবং ২ ছক্কায় ৯৩ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশের আইচ মোল্লা।kalerkantho

বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছিল ২৩৪ রান। kalerkantho

জবাবে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল মাত্র ৫৩ রানে আটকে যায়! নাইমুর রহমান ১৬ রানে নেন ৪ উইকেট। kalerkantho

ইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারনি ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ৬ ওভারের মাঝেই নেই হয়ে যায় ৩ উইকেট। স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান! kalerkantho

১৫ রানে পতন হয় চতুর্থ উইকেটের। পরের ৬ উইকেট পড়ে যায় ৫ রানের মধ্যে! kalerkantho

মাঝে পঞ্চম উইকেট জুটিতে উদয় শরণ ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান। kalerkantho