ছত্তিশগড়ে ১৩ জন রূপান্তরকামী পুলিশ নিয়োগ

২০১৭-১৮ সালে ছত্তিশগড় পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষাটি নেওয়া হয়েছিল। পরীক্ষায় মোট ২০ ট্রান্সজেন্ডারের মধ্যে পাস করেন ১৩ জন। এই ১৩ জনকে ভারতের ছত্তিশগড় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মার্চ) ভারতের স্থানীয় গণমাধ্যমের জানা যায়, ছত্তিশগড় কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে ১৩ জনকে নিয়োগ করা হয়েছে। তাদের মধ্যে আটজন রায়পুরের বাসিন্দা। রাজনন্দগাঁও জেলা থেকে দু’জন এবং বিলাসপুর, কোরবা ও সুরগুজা জেলা থেকে একজন করে রূপান্তরকামী ছত্তিশগড় পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া নামে তাদের একজন বলেন, ‘আমাদের কাছে এটা অনেক বড় সুযোগ। আমরা এজন্য পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। ছত্তিশগড় পুলিশের এই উদ্যোগের জন্য সমাজে আমাদের যেভাবে দেখা হয়, তাতে অবশ্যই বদল আসবে।’

এখন পর্যন্ত ভারতে মাত্র দু’জন রূপান্তরকামী পুলিশে যোগ দিয়েছেন। একজন রাজস্থান পুলিশে এবং একজন তামিলনাড়ু পুলিশে। সম্প্রতি ছত্তিশগড় পুলিশের পাশাপাশি বিহার সরকারও ট্রান্সজেন্ডারদের পুলিশে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন