চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিঠুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নির্বাচকদের এখন মাথাব্যথা দুটি জায়গা নিয়ে। ওপেনিংয়ে তামিম ইকবালের একজন ভালো সঙ্গী এবং ছয়-সাত নম্বরে একজন ম্যাচ উইনার ব্যাটসম্যান। সৌম্য সরকার ও এনামুল হক বাজে ফর্মে থাকায় এশিয়া কাপে তামিমের সঙ্গে ওপেন করবেন লিটন কুমার দাস। আর ২৭ বছর বয়সী মোহাম্মদ মিঠুনকে দিয়ে ছয়-সাত নম্বরে ব্যাটিংয়ের জায়গাটা পূরণ করতে চান নির্বাচকরা।

এ জায়গায় আছেন আরিফুল হকও। মিঠুনকে পছন্দ অধিনায়ক ও কোচের। তাদের দাবি মিঠুনের ভালো স্পিন খেলার সামর্থ্য রয়েছে। তবে যে কোনো পজিশনেই ব্যাট করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিঠুন।

ওয়ানডে ক্রিকেটে মিঠুনের অভিষেক হয়েছে ২০১৪ সালে। এখন পর্যন্ত তিনি মাত্র তিনটি ওয়ানডেতে দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। এর আগে যোগ্যতা প্রমাণের যথেষ্ট সুযোগ পাননি। এশিয়া কাপে তার সুযোগ এসেছে সর্বশেষ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে ভালো করার কারণেই।

তবুও নির্বাচকরা তাকে প্রথমে বিবেচনা করেননি। মিঠুন অধিনায়ক মাশরাফি মুর্তজা ও কোচ স্টিভ রোডসের পছন্দ। ব্যাটিং পজিশন নিয়ে মিঠুন বলেন, ‘আমি ক্যারিয়ারে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছি। তাই কোথায় ব্যাট করতে হবে সেটা নিয়ে আমার চিন্তা নেই, ভয়ও নেই। দল আমাকে যেখানে ব্যাট করতে বলবে সেখানেই নামতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে দল আমার কাছ থেকে যা চায় সেটা দেয়ার চেষ্টা করব। দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করার লক্ষ্য থাকবে।’

এদিকে মিঠুনকে দলে নেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কোচ ও অধিনায়ক আমাদের কাছে এমন একজন মিডলঅর্ডার ব্যাটসম্যান চেয়েছিল যে স্পিন ভালো খেলে। তারা মিঠুনের নাম জানিয়েছিল, আমরাও তাকে দলে নিয়েছি।’