মঙ্গলবার , ৬ জুন ২০১৭ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ?

নিউজ ডেস্ক
জুন ৬, ২০১৭ ১২:৫৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক: মাত্র ১৮৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামে অস্ট্রেলিয়ার। তাদের মতো দল ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ৮৩ রান উঠে আসে। ওয়ার্নারের সাবলিল ব্যাটিংয়ে তখন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার আশাটা প্রায় শেষের দিকে এসে দাঁড়ায়। কিন্তু ক্রিকেট বলে তো কথা। কখন কি হয়, বলা মুশকিল। তাই হয়তো সামান্যতম আশার আলো নিয়ে হাজির হয়ে লন্ডনের আকাশে মেঘের ঘনঘটা। মানে বৃষ্টি।

বৃষ্টি শুরু হওয়ার কারণে বাংলার আকাশে তখন দেখা দেয় যেন চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার নতুন সূর্য। কার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে দু’দলই এক এক পয়েন্ট ভাগাভাগি করেই শান্তনা খুঁজে পাবে। এতে করে বাংলাদেশ শেষ ম্যাচ জিতলে কিছুটা হলেও আশার আলো থাকবে। তখন আবার কিছু সমিকরণ থাকবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যকার জয়-পরাজয় নিয়ে। তবে শেষ খবর অনুযায়ী বৃষ্টি থেমে গেছে। চলছে মাঠ পরিচর্যার কাজ।

বৃষ্টি থেমে যাওয়ায় বাংলার টাইগারদের আকাশে জেগে উঠা নতুন আশার সূর্যটি ফের অস্তমিত যেতে বসেছে। খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর খেলা শুরু হলে ম্যাচের যে পরিস্থিত তাতে টাইগারদের জয়ের আশা একেবারেই ক্ষিণ। আর এটি হলে সিরিজ থেকেও ছিটকে যাবে তারা। তখন নিউজিল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটি হবে কেবলই নিয়ম রক্ষার ম্যাচ।

এর আগে সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকার সময় পাগলাটে শট খেলে আউট হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। হলো না তার দশম সেঞ্চুরি।

তামিমের বিদায়ের পর ২০০ রানও করতে পারল না বাংলাদেশ। এক বলের জন্য হ্যাটট্রিক হলো না মিচেল স্টার্কের। ৪৩ তম ওভারের প্রথম বলে তামিম, ২য় বলটি ডট, ৩য় বলে মাশরাফি এবং ৪র্থ বলে রুবেলকে তুলে নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিলেন তিনি। ৪৪ ওভার ৩ বলে ১৮২ রানেই শেষ হলো বাংলাদেশের ইনিংস। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ২৯ রান করা সাকিব। ম্যাচের অর্ধেকটা বাকী থাকলেও শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে পরাজয় দেখছে বাংলাদেশ। আজ হারলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত।

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ২২ রানে হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দেন তরুণ ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ১১ বলে মাত্র ৩ রান করেন। অপরাজিত তামিম ইকবালের সঙ্গী হন ইমরুল কায়েস। কিন্তু তিনিও দলকে ভরসা দিতে পারেননি। ব্যাটিং লাইনআপের ৩ নম্বর স্থানটার আক্ষেপ বাড়িয়ে ব্যক্তিগত ৬ রানে প্যাট কমিন্সের বলে অ্যারন ফিঞ্চের তালুবন্দী হন তিনি।

তামিম ইকবালের সঙ্গে যোগ দেন উদ্বোধনী ম্যাচের ‘হার্ডহিটার’ মুশফিকুর রহিম। কিন্তু আজ জুটি আর লম্বা হলো না। ২০ বলে ৯ রান করে ময়জেস হেনরিকসের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন মুশফিক। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, বল প্যাডে আঘাত করার আগে ব্যাট স্পর্শ করেছে। তবে, মুশফিকও ব্যাটে লাগার বিষয়টি সম্ভবত বুঝতে পারেননি। তাই সোজা হাঁটা দেন প্যাভিলিয়নের দিকে।

এরপর প্রিয়বন্ধু সাকিব আল হাসানের সঙ্গে তামিমের জুটিটা জমে গিয়েছিল। ৬৯ রান এসে গিয়েছিল চতুর্থ উইকেটে। কিন্তু ভাগ্য হয়তো আজ সাকিবের পাশে নেই। ট্রেভিস হেডের বলে লেগ বিফোর হওয়ার আগে তিনি ৪৮ বলে ২ বাউন্ডারিতে ২৯ রান করেন। এর আগেই ৬৯ বলে ৫ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৫০ পূরণ করেন তামিম। কিন্তু ৬ নম্বরে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দেন সাব্বির রহমান। ১৪ বলে ৮ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন তিনি।

দর্শকরা এসময় আশায় ছিল ভরসার প্রতীক মাহমুদ উল্লাহ রিয়াদকে নিয়ে। রিয়াদ এসে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করলেন। ম্যক্সওয়েলকে একটা ছক্কাও হাঁকালেন। কিন্তু অ্যাডাম জাম্পার বলে ৮ রানেই বোল্ড হয়ে গেলেন তিনি। একপ্রান্ত আগলে একাকী সৈনিক তামিম ইকবাল। খেলছিলেন দারুণ। টানা দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন দারুণভাবে। কিন্তু সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে হঠাৎ করে কী হলো তামিমের? ধৈর্যে কি একটু ছেদ পড়ল? নাকি ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পূরণ করতে চাইছিলেন? যে তামিম এখন নিজেকে বদলে ফেলেছেন, তিনিই কিনা ৯৫ রানে পাগুলে শট খেলে ক্যাচ দিয়ে ফিরলেন! ১১৪ বলের ইনিংসে ৬টি চার এবং ৩টি ছক্কা হাঁকানোর পর তামিমের এই আত্মহত্যা দেখতে হলো দর্শকদের!

সর্বশেষ - রাজশাহীর খবর