পশ্চিমা গণমাধ্যমকে এরদোগানের একে পার্টির সমালোচনা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে পশ্চিমা গণমাধ্যম। এমন দাবি করে পশ্চিমা গণমাধ্যমকে একহাত নিয়েছেন দেশটির একে পার্টির মুখপাত্র ওমর। খবর ইয়েনি শাফাকের।

এক টুইটবার্তায় একে পার্টির মুখপাত্র লিখেছেন, তারা যা করছে তাকে সাংবাদিকতা বলা যায় না। এসব নিশ্চিতভাবে অপপ্রচার।

তিনি দাবি করেন, তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এসব গণমাধ্যম।

সম্প্রতি জার্মানির ‘স্ট্রার্ন’ ম্যাগাজিন ও যুক্তরাজ্যের ‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকা তুরস্কের প্রেসিডেন্টকে নিয়ে বেশ কয়েকটি নিবন্ধ ও বিশেষ প্রতিবেদন তৈরি করেছে। যাতে এরদোগানকে হেয় করার সঙ্গে সঙ্গে ভুলভাবে প্রচার করা হয়েছে।

দ্য ইকোনমিস্টের একটি নিবন্ধে এরদোগানের ওপর বেশ কয়েকটি দোষ চাপানো হয়। এতে বলা হয়, তুরস্কে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার পায়তারা করছেন এরদোগান। যা সম্পূর্ণ ভিত্তিহীন একটি দাবি।

প্রসঙ্গত, দ্য ইকোনমিস্টের এসব বিশেষ প্রতিবেদনগুলো নিয়ে সত্যতা যাচাইপূর্বক কয়েকটি পাল্টা নিবন্ধ লিখেছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।

সূত্র: যুগান্তর