চুয়াডাঙ্গায় বাউল আখড়ায় হামলা, গ্রেপ্তার ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাউলদের আখড়ায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে তিনজনকে। আখড়ার মালিক একতারপুর গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে মামলা করেন বলে জানান জীবননগর থানার ওসি হুমায়ুন কবির। তিনি বলেন, মামলা হওয়ার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পাশের সেনেরহুদা গ্রামের জাহের আলীর ছেলে আরিফুল ইসলাম (২২), শাহজাহান আলীর ছেলে শাহেদ আলী (৩০) ও নিয়ামত মণ্ডলের ছেলে জামাত আলী (৪০)।

শনিবার গভীর রাতে একতারপুর গ্রামের শহিদুল ইসলামের আখড়ায় বাউলদের ওপর হামলার করে অজ্ঞাত পরিচয় সাত-আটজন। এতে এক দম্পতিসহ তিন বাউল আহত হন।

সূত্র: কালের কণ্ঠ