রবিবার , ২১ মে ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চীনে সিআইএ’র কার্যক্রমে ধস নেমেছে: নিউইয়র্ক টাইমস

Paris
মে ২১, ২০১৭ ১:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের খবরে বলা হচ্ছে, ২০১০ থেকে ২০১২ এই দুই বছরের মধ্যে চীন অন্তত আঠারো থেকে কুড়িজন সিআইএ এজেন্টকে হত্যা বা কারাবন্দী করেছে।

এদের মধ্যে একজন এজেন্ট বা সংবাদ সংগ্রহকারীকে একটি চীনা সরকারী কার্যালয় চত্বরেই গুলি করা হয়, যাতে অন্যরা সাবধান হয় এবং সিআইএ’র হয়ে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলে।

আর এর ফলে গত কয়েক বছর ধরেই, চীনে মার্কিন গোয়েন্দা কর্মসূচী কার্যত ভেঙে পড়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, মার্কিন গোয়েন্দা নিরাপত্তা ব্যবস্থায় গত কয়েক দশকের মধ্যে এটি সবচাইতে খারাপ ধরণের সংকট।

কেউ কেউ মনে করছে, ছদ্মবেশী মার্কিন গোয়েন্দারা যে ধরণের যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন তা ধরে ফেলেছে চীনা গোয়েন্দারা।

সিআইএ কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, চীনে সিআইএ হ্যাক হয়েছে, নাকি ভেতর থেকে কেউ সেখানে কর্মরত এজেন্টদের সম্পর্কে চীনা সরকারকে গোপনে তথ্য দিচ্ছে—এ ব্যাপারে এখনো তারা নিশ্চিত নন।

সিআইএ নিউইয়র্ক টাইমসের এ খবর সম্পর্কে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি।

তবে, ঐ প্রতিবেদনে চারজন সাবেক সিআইএ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ২০১০ সাল থেকেই চীন সরকারের শীর্ষ পর্যায় থেকে স্পর্শকাতর তথ্য সংস্থাটির কাছে আসা কমতে শুরু করে।

২০১১ সালের শুরু থেকে সেখানে কর্মরত সিআইএ এজেন্টরা হঠাৎ করে উধাও হয়ে যেতে শুরু করেন।

এরপর সিআইএ এবং এফবিআই যৌথভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে, যার সাংকেতিক নাম ছিল “হানি ব্যাজার”। সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - আন্তর্জাতিক