চীনে অ্যাপল-গুগলের কার্যক্রম বন্ধ ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিন দিন জটিল আকার ধারণ করছে নভেল করোনা ভাইরাস। চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৪৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত বেড়েছে আড়াই হাজারেরও বেশি।

হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ১২ হাজারের কাছাকাছি।

চীনের পর থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। এরপরই রয়েছে সিঙ্গাপুর, জাপান ও দক্ষিণ কোরিয়া। আক্রান্তের সংখ্যা বিবেচনায় প্রাণঘাতী এ ভাইরাস ইতোমধ্যে সার্স আক্রান্তের সংখ্যাকে অতিক্রম করেছে।

এদিকে চীন সফর করা বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালিসহ কয়েকটি দেশ। চীনে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের সব শোরুম, কর্পোরেট কার্যালয় বন্ধ ঘোষণা করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া গুগল, স্টারবাক, ইকিয়া, টেসলার মতো আন্তর্জাতিক কোম্পানি চীনে তাদের সব দোকান বা কার্যক্রম বন্ধ করেছে।

ওয়ালমার্টের মতো বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের চীনে যাতায়াতের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।