চিড়িয়াখানার মতো বন্দিজীবন চান না ভারতীয় ক্রিকেটাররা

করোনাকালীন সিরিজ আয়োজনের কারণে খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই স্বাগতিক এবং সফরকারী দলকে বায়ো-বাবলে রাখা হচ্ছে। তবে বায়ো-বাবলের এই কঠিন রীতিতে থেকে বিরক্ত অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেটাররা। তাইতো চিড়িয়াখানার মতো বন্দিজীবন থেকে মুক্তি চাচ্ছেন আজিঙ্কা রাহানেরা।

ভারতীয় ক্রিকেট দলের এক সদস্য একটি ওয়েবসাইটে বলেছেন- ‌মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। অথচ যারা মাঠে খেলছে তাদের থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পরও এভাবে চিড়িয়াখানার জীবজন্তুদের মতো আমরা থাকতে চাই না।

তিনি আরও বলেছেন,সফরে এসেই আমরা বলেছি অস্ট্রেলিয়ানরা যে নিয়ম মেনে চলছে সেটা আমরাও মানতে রাজি।

ব্রিসবেন টেস্টের আগে ভারত ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেয়া হয়েছে তারা অনুশীলন বা ম্যাচ ছাড়া হোটেলের ফ্লোর থেকে বের হতে পারবেন না। তখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দেয়া হয় এ নিয়ম মানবেন না তারা।